মৌলভীবাজারে প্রিয়াঙ্কা দাস (২১) নামক এক কলেজছাত্রী রহস্যজনক ভাবে নিখোঁজ হয়েছেন। শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে কলেজ থেকে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন।
পরিবারের সদস্যদের দাবী, মৌলভীবাজার শহর থেকে বাড়ি ফেরার পথে প্রিয়াঙ্কা দাস নামের ওই কলেজছাত্রী নিখোঁজ হয়েছেন। তারা জানান, শনিবার বিকেল সোয়া ৫ টায় প্রিয়াঙ্কা নিজের ফোন থেকে কল করে পরিবারের লোকজনকে প্রিয়াঙ্কা জানান, বাড়ি ফেরার জন্য তিনি একটি সিএনজি চালিত অটোরিকশায় উঠেছেন; এখন ড্রাইভার তাকে ভুল পথে নিয়ে যাচ্ছে। প্রিয়াঙ্কার ভাই আকাস দাস জানান, এরপর থেকে তার বোনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তাদের ধারণা প্রিয়াঙ্কা অপহরণের শিকার হয়েছেন।
জানা গেছে প্রিয়াঙ্কা জুড়ী উপজেলার কালনীগড় গ্রামের সন্তরণ দাসের কন্যা। এই ঘটনায় গত রাতে মৌলভীবাজার সদর মডেল থানায় জিডি করা হয়েছে।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি নজরুল ইসলাম জিডি করার বিষয়টি নিশ্চিত করেছেন।