নর্থ ইস্ট মেডিকেল কলেজের গভর্নিং বডির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সৈয়দ মুসা এম. এ. কাইয়ুম। মঙ্গলবার সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ নিয়োগ দেওয়া হয়।
অধ্যাপক ডা. সৈয়দ মুসা এম. এ. কাইয়ুম বর্তমানে নর্থ ইস্ট প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। চিকিৎসা অঙ্গনে দীর্ঘ অভিজ্ঞতা ও সুনামের কারণে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনীত করা হয়।
সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্নের পর তিনি শিশুরোগ বিষয়ে এফসিপিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে আয়ারল্যান্ড থেকে আরসিপিএন্ডএস ডিগ্রি সম্পন্ন করে নিজেকে আন্তর্জাতিক মানের শিশু বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠিত করেন।
তিনি নর্থ ইস্ট মেডিকেল কলেজ এবং জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজে দীর্ঘদিন ধরে শিশু বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি সৌদি আরবের মদিনা হাসপাতাল ও যুক্তরাজ্যের রয়েল হাসপাতালে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আন্তর্জাতিক চিকিৎসা অভিজ্ঞতা সমৃদ্ধ করেছেন।
অধ্যাপক ডা. সৈয়দ মুসা এম. এ. কাইয়ুমের নেতৃত্বে নর্থ ইস্ট মেডিকেল কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন।




প্রতিদিন ডেস্ক



