রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন

ত্যাগ, মানবিকতা আর জনসম্পৃক্ততায় আলোকিত এক নাম : গোলাম রাব্বানী

  • প্রকাশের সময় : ০৮/১১/২০২৫ ১৭:২৮:২৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
213

বাংলাদেশের রাজনীতিতে তৃণমূল পর্যায়ের একজন নিবেদিতপ্রাণ, ত্যাগী ও জনসম্পৃক্ত নেতা হিসেবে ব্যাপকভাবে পরিচিত নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম রাববানী। রাজনীতির পাশাপাশি সমাজসেবা, মানবিক কর্মকাণ্ড ও সংগঠনের প্রতি তাঁর অটুট দায়বদ্ধতা তাঁকে সাধারণ মানুষের কাছে একজন প্রেরণাদায়ী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।


২০২২ সালের ভয়াবহ বন্যায় যখন সিলেট অঞ্চলের মানুষ দুঃসময়ে নিঃস্ব ও আতঙ্কিত, ঠিক সেই সময় গোলাম রাববানী নিজস্ব তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান। তাঁর প্রতিষ্ঠিত রাববানী ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এলাকার দরিদ্র, অসহায় ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থী সহায়তা, ক্রীড়া উন্নয়ন, চিকিৎসা সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি ব্যক্তিগত উদ্যোগে অবদান রেখে যাচ্ছেন।


তৃণমূল আওয়ামী লীগের প্রতি তাঁর অগাধ বিশ্বাস ও আনুগত্য তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে। প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতেও তিনি কখনো পিছু হটেননি। ২০২৪ সালের ৫ আগস্টের পর যখন অনেক নেতা আত্মগোপনে চলে যান, তখন গোলাম রাববানী ছায়ার মতো পাশে ছিলেন তৃণমূলের কর্মীদের। তিনি নিজ হাতে তাদের সাহস যোগান এবং সংগঠনকে সক্রিয় রাখতে অক্লান্ত পরিশ্রম করে যান।


বিশ্বনাথ ও ওসমানীনগরের সাধারণ মানুষ মনে করেন, গোলাম রাববানী শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি সাধারণ মানুষের ভালোবাসার প্রতিচ্ছবি। তাঁর দূরদর্শী নেতৃত্ব বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে  শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলাদেশ গঠনের সংগ্রামে অনুপ্রেরণা জোগাচ্ছে।


দীর্ঘদিন প্রবাস জীবনে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও, দেশের মাটি ও মানুষের প্রতি গোলাম রাববানীর টান যেন আজও অমলিন। ব্যস্ত নগর নিউইয়র্কে থেকেও তিনি প্রতিনিয়ত চিন্তা করেন প্রিয় জন্মভূমি সিলেটের বিশ্বনাথ ও ওসমানীনগরের মানুষের কথা। প্রবাসের মাটিতে সফল পেশাগত জীবনের পাশাপাশি তিনি মন-প্রাণ উজাড় করে কাজ করছেন নিজ এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সেবায়।


আমেরিকায় অবস্থান করেও এলাকার দরিদ্র, অসহায় ও মেহনতি মানুষের কল্যাণে তাঁর অংশগ্রহণ সবসময়ই প্রশংসনীয়। সমাজের বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো, ত্রাণ ও মানবিক সহায়তা প্রদান এবং তরুণ সমাজকে উন্নয়ন ও নেতৃত্বে উদ্বুদ্ধ করা—এসব কর্মকাণ্ডে তাঁর সক্রিয় ভূমিকা প্রমাণ করে, দূর দেশে থেকেও কিভাবে একজন নেতা নিজের মাতৃভূমির প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধকে জীবনের অংশ করে নিতে পারেন।


জনগণের আস্থা, কর্মীদের ভালোবাসা ও মানবিক নেতৃত্বের মাধ্যমে গোলাম রাববানী প্রমাণ করেছেন— নেতৃত্ব মানে কেবল ক্ষমতা নয়, বরং দায়িত্ব, মমতা ও সেবার প্রতিশ্রুতি। তিনি এখন বিশ্বনাথ ও ওসমানীনগরের তৃণমূল কর্মীদের নির্ভরতার প্রতীক এবং সাধারণ মানুষের নেতা।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি