শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন

ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত মানিক মিয়া'র মৃত্যু

  • প্রকাশের সময় : ০৪/১১/২০২৫ ০৪:০৩:২৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
38

ছাতকে গত বৃহস্পতিবার রাত ইসলাম পুর ইউনিয়নের  দুই গ্রামবাসীর মধ্যে  সংঘর্ষের ঘটনায়  গুরুতর আহত বনগাঁও   গ্রামের মানিক মিয়া হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। আজ সোমবার ৩ নভেম্বর  ভোর  ৫.৩০  ঘটিকার  সময় ঢাকাস্থ এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মানিক মিয়া বনগাঁও গ্রামের গজম্বর আলীর ছেলে। 


বৃহস্পতিবার রাত ১০  টার দিকে  ইছামতী বাজারে বনগাঁও  গ্রামবাসী ও লুভিয়া গ্রামবাসীর  মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০  জন  আহত   হয়েছেন।  গুরুতর  আহত  মানিক মিয়াকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং শনিবার ঢাকার এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হলে সোমবার  ভোরে  চিকিৎসাধীন  অবস্থায় মারা যান তিনি । পরিবারিক সুত্র থেকে মৃত্যুর সংবাদটি নিশ্চিত করা হয়েছে। ##


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি