মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন

ছাতকে মরমী কবি,দুর্ব্বীণ শাহ'র জন্মদিন পালন

  • প্রকাশের সময় : ০৩/১১/২০২৫ ০৯:৫৫:৩৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
5

ছাতকে জ্ঞানের সাগর মরমী কবি,পীর দুর্ব্বীণ শাহ'র ১০৪ তম জন্মদিন পালন করা হয়েছে। পরিবার  ও  ভক্তবৃন্দের আয়োজনে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার  মধ্যদিয়ে পালিত হলো মরমি কবি দুরর্বীণ শাহ'র জন্মদিন। 


রবিবার ২ নভেম্বর রাতে ছাতক  সিমেন্ট  কারখানা শ্রমিক ক্লাবে আনুষ্ঠানিকভাবে জন্মদিনের কেক কাটেন অতিথিবৃন্দ।

পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  কবি পুত্র মোঃ আলম শাহ'র সভাপতিত্বে ও  শিল্পী  জাহিদ হাসান সোহেল'র  পরিচালনায়  অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক সিমেন্ট কারখানা'র ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান বাদশাহ।


প্রধান আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন ছাতক উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মিলন মিয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক মোকাম্মেল হোসেন চৌধুরী, সিমেন্ট কারখানা শ্রমিক ইউনিয়ন বি-৮০ এর সাধারণ সম্পাদক শফি উদ্দিন। সভায় স্বাগত বক্তব্য রাখেন  শিল্পী অজিত কুমার দাস। 


আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত  পরিবেশন করেন ছাতক ও ঢাকা, সিলেট, সুনামগঞ্জ থেকে  আগত শিল্পীবৃন্দ। সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন কনকচাঁপা খেলাঘর আসরের শিল্পী আনছার মিয়া।


সিলেট প্রতিদিন / এএসআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি