শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন

তাহিরপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

  • প্রকাশের সময় : ২৩/১০/২০২৫ ২৩:৫১:০৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
18

সুনামগঞ্জের তাহিরপুরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি মৌসুমী  বসতবাড়ি আঙ্গিনায়  শাক সবজি উন্নত জাতের বীজ বিতরণ বিভিন্ন জাতের সার  চাষের লক্ষ্যে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকের মধ্যে বিনামুল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।


সোমবার (২৩ই অক্টোবর ) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিসে  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি

শাহরুখ হাসান শান্তনু।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম ,উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান, তাহিরপুর প্রেসক্লাব দপ্তর সম্পাদক রোকন উদ্দিন  প্রমুখ।


উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, অর্থ বছরের রবি/২০২৫-২০২৬মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চাষের  বসত বাড়ি আঙ্গিনায় বিভিন্ন প্রকার উন্নত জাতের শাক সবজী বীজ ১৫০ জন কৃষকদের মাঝে বিতরন ও ৩ শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার দেয়া হবে। কৃষকরা জনপ্রতি এমওপি ১০ কেজি  ও ডিএপি  ১০কেজি করে সার পাবেন বলেও জানান স্থানীয় কৃষি অফিস।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি