ছাতকের গোবিন্দগঞ্জ- সৈদেরগাঁও ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। পৃথক-পৃথক ওয়ার্ড সন্মেলনের মাধ্যমে এসব ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। গত ২০ অক্টোবর ওয়ার্ড কমিটির
সমুহের অনুমোদন দিয়েছেন ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. আব্দুল হক ও যুগ্ম আহবায়ক শামছুল হক মেম্বার।
গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ১ নং ওয়ার্ডে রফিকুল ইসলাম-কে সভাপতি ও মোহাম্মদ আজাদ মিয়া-কে সাধারণ সম্পাদক করে ওয়ার্ড কমিটি,২ নং ওয়ার্ডে মোহাম্মদ আব্দুল কাহার-কে সভাপতি ও মো. আমিরুল ইসলাম আমির-কে সাধারণ সম্পাদক করে ওয়ার্ড কমিটি,৩ নং ওয়ার্ডে আমিনুর রহমান সবুজ-কে সভাপতি ও শ্রী রবিন্দ্র চন্দ্র-কে সাধারণ সম্পাদক করে ওয়ার্ড কমিটি, ৪ নং ওয়ার্ডে মো.মোস্তাফিজুর রহমান লায়েক চৌধুরী-কে সভাপতি ও ফয়জুল ইসলাম-কে সাধারণ সম্পাদক করে ওয়ার্ড কমিটি, ৫ নং ওয়ার্ডে সফিক মিয়া-কে সভাপতি ও জিলু মিয়া-কে সাধারণ সম্পাদক করে ওয়ার্ড কমিটি, ৬ নং ওয়ার্ডে মো.আব্বাস আলী-কে সভাপতিও নুরুল আমিন নুরুল- কে সাধারণ সম্পাদক করে ওয়ার্ড কমিটি,৭ নং ওয়ার্ডে বদর উদ্দিন- কে সভাপতি ও আখতার হোসেন-কে সাধারণ সম্পাদক করে ওয়ার্ড কমিটি, ৮ নং ওয়ার্ডে সফিকুর রহমান-কে সভাপতি ও ফিরুজ আলী-কে সাধারণ সম্পাদক করে ওয়ার্ড কমিটি এবং ৯ নং ওয়ার্ডে মো. কালা মিয়া-কে সভাপতি ও ইকবাল হোসেন- কে সাধারণ সম্পাদক করে ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে।এসব ওয়ার্ড কমিটির অনুমোদন দিয়েছেন ইউনিয়ন বিএনপির আহবায়ক ও যুগ্ম আহবায়ক।




ছাতক প্রতিনিধি



