শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন

ছাতকের গোবিন্দগঞ্জে ৯ টি ওয়ার্ডে বিএনপির পুর্ণাঙ্গ কমিটি গঠন

  • প্রকাশের সময় : ২২/১০/২০২৫ ০৫:১৭:০২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
26

ছাতকের গোবিন্দগঞ্জ- সৈদেরগাঁও ইউনিয়নের  ৯ টি ওয়ার্ডে বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। পৃথক-পৃথক ওয়ার্ড সন্মেলনের মাধ্যমে এসব ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। গত ২০ অক্টোবর ওয়ার্ড কমিটির

সমুহের অনুমোদন দিয়েছেন ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. আব্দুল হক ও যুগ্ম আহবায়ক শামছুল হক মেম্বার। 


গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের  ১ নং ওয়ার্ডে রফিকুল ইসলাম-কে সভাপতি ও মোহাম্মদ আজাদ মিয়া-কে সাধারণ সম্পাদক করে ওয়ার্ড কমিটি,২ নং ওয়ার্ডে মোহাম্মদ  আব্দুল কাহার-কে সভাপতি  ও  মো. আমিরুল ইসলাম আমির-কে সাধারণ সম্পাদক করে ওয়ার্ড কমিটি,৩ নং ওয়ার্ডে আমিনুর রহমান সবুজ-কে  সভাপতি ও শ্রী রবিন্দ্র চন্দ্র-কে সাধারণ সম্পাদক করে ওয়ার্ড কমিটি, ৪ নং ওয়ার্ডে মো.মোস্তাফিজুর  রহমান লায়েক চৌধুরী-কে সভাপতি ও ফয়জুল ইসলাম-কে সাধারণ সম্পাদক করে ওয়ার্ড কমিটি, ৫ নং ওয়ার্ডে সফিক মিয়া-কে সভাপতি ও জিলু মিয়া-কে সাধারণ সম্পাদক করে ওয়ার্ড কমিটি, ৬ নং ওয়ার্ডে মো.আব্বাস আলী-কে সভাপতিও নুরুল আমিন নুরুল- কে সাধারণ সম্পাদক করে ওয়ার্ড  কমিটি,৭ নং ওয়ার্ডে বদর উদ্দিন- কে সভাপতি ও আখতার হোসেন-কে  সাধারণ  সম্পাদক করে ওয়ার্ড কমিটি, ৮ নং ওয়ার্ডে সফিকুর রহমান-কে সভাপতি ও ফিরুজ আলী-কে সাধারণ সম্পাদক করে ওয়ার্ড কমিটি এবং ৯ নং ওয়ার্ডে মো. কালা মিয়া-কে সভাপতি ও ইকবাল হোসেন- কে সাধারণ  সম্পাদক করে ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে।এসব ওয়ার্ড  কমিটির অনুমোদন দিয়েছেন ইউনিয়ন বিএনপির আহবায়ক ও যুগ্ম আহবায়ক।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি