ছাতকে থানা এক অভিযান চালিয়ে ছাতক উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মনগাঁও সিরাজুল ইসলাম-কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
সিরাজুল ইসলাম ব্রাহ্মনগাঁও গ্রামের মৃতঃ মহরম আলীর পুত্র সোমবার মধ্য রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন এস আই বিন আমিন।
সে ছাতক থানা দায়েরী একটি মামলার ( নং-১৫ (৭) ২০২৫) এজাহার নামীয় আসামী।ধৃত আাসামী সিরাজুল ইসলাম-কে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ,ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুল ইসলাম খাঁন।




ছাতক প্রতিনিধি



