শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ১২:২৩ অপরাহ্ন

ছাতকে ব্রাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০৯/১০/২০২৫ ১৯:২৪:০৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
4

ছাতকে ব্রাকের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মসূচীর মাধ্যমে সরকারি, আধা সরকারি ও বে-সরকারি প্রতিষ্টান প্রধানদের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নুসরাত আরেফিন। 


এসময় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ে  উপজেলার বিভিন্ন জামে মসজিদের ঈমাম ও মাদ্রাসা সুপারদের সাথে   আলোচনা হয়েছে। 


ডা. নুসরাত আরেফিন বলেন, টাইফয়েডের  টিকা প্রদান ক্যাম্পেইনে রেজিষ্ট্রেশনে সারা দেশের মধ্যে আমরা এগিয়ে রয়েছি। এ অর্জন বিভিন্ন মসজিদের ঈমাম কওমি মাদ্রাসা, সহ সরকারি, বে -সরকারি  শিক্ষা প্রতিষ্টান এবং সচেতন নাগরিকদের সহযোগিতা। 


সমাজের পিছিয়ে পড়া লোকজন সহ সকল শ্রেণী- পেশার মানুষ টিকা গ্রহন করলে দেশের মানুষ উপকৃত হবে। তিনি জলবায়ু পরিবর্তন বিষয়ে বলেন,নাগরিকরা সচেতন হলে জলবায়ু পরিবর্তনের প্রভাব সমাজের মানুষের উপর তেমন একটা প্রভাব ফেলবেনা।


সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার রনবীর তালুকদার রক্তিম,ব্রাকের সি সি এইচ অফিসার মাহমুদুর রহমান,স্বাস্থ্য কর্মি কামরুল ইসলাম,দারুলউলুম ছাতক মাদ্রাসার পরিচালক মাওলানা ফজলুর রহমান, উপজেলা পরিষদ মসজিদের ঈমাম ও খতিব মাওলানা আমিন উদ্দিন,বেতুরা মাদ্রাসার মুহতামিম মাও. এখলাছুর রহমান,আমিনুর রহমান,দিলোয়ার হোসাইন, মো.নাজমুল হোসেন সহ বিভিন্ন মাদ্রাসার প্রধান,সাংবাদিক, ঈমাম ও খতিব,শিক্ষক, স্বাস্থ্যকর্মীবৃন্দ।


সিলেট প্রতিদিন / এএসআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি