শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৬:২১ অপরাহ্ন

ছাতক থানা পুলিশের অভিযানে ৪ জন গ্রেফতার, মাদক ও একটি নোহা গাড়ি উদ্ধার

  • প্রকাশের সময় : ০৬/১০/২০২৫ ২০:১৮:৩৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
32

ছাতকে মাদক মামলায় ৩ জন ও ওয়ারেন্ট ভুক্ত  ১ জন সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ হযরত আলী সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে রবিবার রাত তিন জন-কে গ্রেফতার করেছেন।


জাউয়াবাজার পুলিশ  তদন্ত  কেন্দ্র  এলাকায়  মাদক  দ্রব্য উদ্ধার অভিযান  পরিচালনা করে বড়কাপন পয়েন্ট এলাকা   থেকে দক্ষিণ বড়কাপন গ্রামের সুরুজ আলীর পুত্র জয়নাল (৩৬) বাদেশ্বরী গ্রামের মৃতঃ মৃত আসকর আলীর  পুত্র মো.  হাফিজুর রহমান (৩৬), মৃত আসিদ মিয়ার পুত্র নুর আহমদ (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের হেফাজতে থাকা ৩ বোতল বিদেশী মদ ও একটি সাদা রঙের নোহা গাড়ি নং সিলেট-চ-৫১-০১৫১ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়  গাড়ির মুল্য ১০,০০০০০ টাকা এবং উদ্ধারকৃত মদের মুল্য ২৫০০ টাকা হবে। আটকৃতদের বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা (নং ০ ৪) দায়ের করা হয়েছে। 


এ দিকে পৃথক অভিযানে এসআই  রাহিম,এএসআই তোহা, এএসআই আরিফ অভিযান পরিচালনা করে  সিআর-৫৪৭ -২৪ ( বিদ্যুৎ ) মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মন্ডলীভোগ গ্রামের  তাজুল ইসলামের পুত্র  ফরহাদ ( বাবুল মিয়া ) - কে  গ্রেফতার করা হয়। 


ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান জানান,আটক আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।


সিলেট প্রতিদিন / এএসআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি