বিবাহবিচ্ছেদের ৫ মাস পর ওই স্বামীর চুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে।
নিহত শরীফা আক্তার (২৬) পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌরশহরের দেওথান গ্রামের মৃত রমজান আলীর মেয়ে।
জানা যায়, গেল ৫ বছর আগে ধর্মপাশা উপজেলা সদরের কান্দাপাড়া গ্রামের আক্তার হোসেনের (৪০) সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় দেওথান গ্রামের শরীফা আক্তারের।
বিবাহের কিছুদিন যেতে না যেতেই পারিবারিক কলহ দেখা দেয়। এর মধ্যে তাদের কোলজুড়ে আসে একটি কন্যা সন্তান। কলহের একপর্যায় গেল ১২ জুন শরীফা আক্তার স্বামী আক্তার হোসেনকে তালাক দেয়। পরে কোন উপায় না পেয়ে গেল (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ফৌজদারী কার্যবিধির ১০০ ধারায় শরীফা আক্তারের মা,ভাই, বোনসহ ৬ জনের নাম উল্লেখ করে ধর্মপাশা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন আক্তার হোসেন।
এ মামলায় সোমবার সকালে ভিকটিম শরীফা আক্তারসহ আসামিরা উপজেলায় আসলে আক্তার হোসেন শরীফা আক্তারকে পিছন থেকে
চুরিকাঘাত করে পালানোর চেষ্টা করে। এসময় স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে কোর্ট পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে গুরুতর আহত শরীফা আক্তারকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন।
নিহতের ছোট ভাই লিমন মিয়া এ প্রতিবেদককে জানান, আমার বোনকে (শরীফা আক্তার)
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। আমাদের চাওয়া একটাই এ খুনির ফাঁসি চাই ।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক বলেন, এ ঘটনার সাথে জড়িত আক্তার হোসেনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




ধর্মপাশা প্রতিনিধি



