বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

বানিয়াচংয়ে ১৩ লাখ টাকা আত্মসাত ; থানায় অভিযোগ

  • প্রকাশের সময় : ০৪/১০/২০২৫ ২৩:৩২:৫৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
78

বানিয়াচং উপজেলায় ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আল্লাদ চান বিবি (৬০) নামে এক নারী।


তিনি উপজেলার ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের অন্তর্গত  তারাসই গ্রামের আজিজুর রহমানের স্ত্রী।


অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের আব্দুল হামিদের পুত্র আবু সুফিয়ান (২৫) ধর্মীয় ভাবগাম্ভীর্যের আড়ালে সহজ-সরল চরিত্রের মানুষ হিসেবে এলাকার আস্থাভাজন হয়ে ওঠেন। অভিযোগকারীর প্রবাসী মেয়ে সৌদি আরব থেকে নিয়মিত মায়ের নামে দেশে টাকা পাঠাতেন। সেই টাকা বিনিয়োগের বিষয়ে সুফিয়ান পরামর্শ দিয়ে আল্লাদ চান বিবিকে প্রলুব্ধ করেন।


তিনি জানান, ২০২২ সালের ১১ ডিসেম্বর সাক্ষীদের উপস্থিতিতে নগদ ১০ লাখ টাকা এবং পরবর্তীতে ২০২৩ সালের ২৮ অক্টোবর আরও ৩ লাখ টাকা সুফিয়ানকে দেন। সুফিয়ান দাবি করেন, তার পরিচিত এক ব্যাংকে ওই টাকায় এফডিআর করলে মাসে ৫ হাজার টাকা করে মুনাফা পাওয়া যাবে। কিছুদিন সুফিয়ান নামমাত্র লাভ দিলেও পরে নানা অজুহাতে তা বন্ধ করে দেন।


অভিযোগে আরও বলা হয়, এফডিআরের টাকার প্রয়োজন দেখা দিলে আল্লাদ চান বিবি ব্যাংক থেকে টাকা ভাঙানোর অনুরোধ জানান। কিন্তু সুফিয়ান কোনো ব্যাংকের নাম বা প্রমাণ দিতে ব্যর্থ হন। গত ১৫ সেপ্টেম্বর সকালে বিষয়টি নিয়ে বাড়িতে গিয়ে টাকা ফেরত চাইলে তিনি প্রকাশ্যে হুমকি দিয়ে তাড়িয়ে দেন।


ঘটনার পর গ্রাম্যভাবে সমাধানের চেষ্টা ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। এ ঘটনায় স্থানীয় একাধিক ব্যক্তি সাক্ষ্য দিয়েছেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। 


এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, অভিযোগটি হাতে পেয়েছি এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সিলেট প্রতিদিন / এএসআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি