শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি দোয়ারাবাজার সার্বজনীন পূজা মণ্ডপ ও বিদ্যাজননী পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরে তিনি উপজেলার আরও কয়েকটি পূজা মণ্ডপ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে ডিআইজি মুশফেকুর রহমান সনাতন ধর্মাবলম্বী ও মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। তিনি সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এর আগে ডিআইজিকে স্বাগত জানান সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মো. তোফায়েল আহমদ, এসপি (ছাতক-দোয়ারা সার্কেল) মো. আব্দুল কাদের এবং দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক।
এসময় রেঞ্জ অফিস, জেলা পুলিশ ও থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মোতালিব ভূইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, সাংগঠনিক সম্পাদক মামুন মুন্সি, কোষাধ্যক্ষ সোহেল মিয়া, দপ্তর সম্পাদক সুমন আহমদ ও প্রচার সম্পাদক জহিরুল হক সানি প্রমুখ উপস্থিত ছিলেন।