বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:১৫ অপরাহ্ন

সিলেট রেঞ্জ ডিআইজির দোয়ারাবাজারে পূজা মণ্ডপ পরিদর্শন

  • প্রকাশের সময় : ৩০/০৯/২০২৫ ২৩:৪০:৪২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
30

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান।



মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি দোয়ারাবাজার সার্বজনীন পূজা মণ্ডপ ও বিদ্যাজননী পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরে তিনি উপজেলার আরও কয়েকটি পূজা মণ্ডপ ঘুরে দেখেন।



পরিদর্শনকালে ডিআইজি মুশফেকুর রহমান সনাতন ধর্মাবলম্বী ও মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। তিনি সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।



এর আগে ডিআইজিকে স্বাগত জানান সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মো. তোফায়েল আহমদ, এসপি (ছাতক-দোয়ারা সার্কেল) মো. আব্দুল কাদের এবং দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক।



এসময় রেঞ্জ অফিস, জেলা পুলিশ ও থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মোতালিব ভূইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, সাংগঠনিক সম্পাদক মামুন মুন্সি, কোষাধ্যক্ষ সোহেল মিয়া, দপ্তর সম্পাদক সুমন আহমদ ও প্রচার সম্পাদক জহিরুল হক সানি প্রমুখ উপস্থিত ছিলেন।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি