শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান বিতরণ

  • প্রকাশের সময় : ৩০/০৯/২০২৫ ২৩:৩৯:২৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
8

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ করেছেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আনোয়ার হোসেন।


সোমবার (২৯ সেপ্টেম্বর) তিনি উপজেলার একাধিক পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় তিনি সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করেন।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সলিব নূর বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদ, বিএনপি নেতা ওয়াকিব মিয়া, আরজক আলী, শহিদুজ্জামান, ফখরুজ্জামান, সেলিম আহমদ, মিলন মিয়া, সবুজ ও জেলা যুবদলের সদস্য মুফাসসির আহমদ রিয়াদ।

এছাড়াও উপজেলা ছাত্রদলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মুরশেদ আহমদ রিদয়, নাঈমুর রহমান রেজুয়ান, মুস্তাক আহমদ মিছবাহ, তাকিন মিয়া, আলম মিয়া, আকাশ, মেহেরাজসহ আরও অনেকে।


ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন,“দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি আমাদের হাজার বছরের সংস্কৃতির অংশ। আমাদের পরিচয় হল আমরা বাংদেশী, আমরা বাঙ্গালী। শান্তিগঞ্জে সব ধর্মের মানুষ মিলেমিশে একসঙ্গে বসবাস করে। এভাবেই সম্প্রীতির বন্ধন বজায় রেখে আমরা একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে চাই।”


সিলেট প্রতিদিন / এএসআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি