ছাতকে উপজেলা আওয়ামী লীগের এক নেতা-কে পুলিশ গ্রেফতার করেছে।গ্রেফতার মো.আব্দুল খালিক দক্ষিণ খুরমা ইউনিয়নের খুরমা গ্রামের আব্দুল গফুরের পুত্র ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ছাতক থানা পুলিশ জানিয়েছে থানার মামলা নং-২৮ তারিখ- ২২.০৭.২০২৫ খ্রিঃ,ধারা-The Special Powers Act, 1974 শেচতিওন 15 / 3)/ 25-D এর সন্দিগ্ধ আসামী মো.আব্দুল খালিক (৪৮)। শনিবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করেছে।
এর আগের দিন রাতে যৌথ বাহিনী এক অভিযান পরিচালনা করে আওয়ামী লীগ নেতা মো.আব্দুল খালিকের বাড়ি থেকে পাইপগান,পিস্তল সহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়ে। পুলিশ জানিয়েছে বাড়ির একটি খড়ের ঘর থেকে পরিত্যক্তঅবস্থায় এসব অস্ত্র উদ্ধার করে জব্দ করা হয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান আসামী গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন,আসামী-কে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।