আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই- এর পক্ষে দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জের বিভিন্ন স্থানে গণসংযোগ করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল থেকে দক্ষিণ সুরমার মোগলাবাজার, হাজীগঞ্জ, সেনেরবাজার আশপাশের বিভিন্ন এলাকায় এই গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়।
গণসংযোগ শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেছেন, নতুন বাংলাদেশ হবে আধুনিক ও তথ্য-প্রযুক্তি নির্ভর বাংলাদেশ। নতুন এই বাংলাদেশে তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে সারা দেশের মানুষ চায়। তাদের এই চাওয়াকে পুরণ করতে হলে সিলেট ৩ আসনে ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র মতো একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি ধানের শীষের কাণ্ডারী হিসেবে মনোনিত করতে হবে। তবেই সিলেট ৩ আসনে বিএনপির বিজয় সুনিশ্চিত হবে।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন, ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’ও বড় ভাই মো. নিজাম উদ্দিন, নাবির মোহাম্মদ নিজাম, জাহিদুল ইসলাম জুনান প্রমুখ।