মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৬ অপরাহ্ন

ছাতকে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আনিত অনাস্থা প্রস্তাব প্রত্যাহারের আবেদন

  • প্রকাশের সময় : ২৬/০৯/২০২৫ ০১:৩৭:০৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের চেয়ারম্যান আওলাদ ও অভিযোগ প্রত্যাহারে কপি।
Share
398

সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেনের বিরুদ্ধে  অনাস্থা প্রস্তাব দেয়ার ৪ দিনের মাথা প্রত্যাহারের করে নিলেন ইউনিয়ন পরিষদের সদস্যরা।নিজেদের মধ্যে ভুলবুজাবুজছি হয়েছে মর্মে আবেদন পত্রে উল্লপখ করা হয়।


বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর)  ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অনাস্থা প্রস্তাব প্রত্যাহারের আবেদন করেন স্থানীয় ইউপি সদস্যরা।


আবেদন পত্রে উল্লেখ করা গত ২১ সেপ্টেম্বর ভাতগাও ইউনিয়ন পরিষদের সদস্যরা চেয়াম্যান আওলাদ হোসেনের অপরাসারন দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আবেদন করেন এটি ছিলো মুলত নিজেদের মধ্যে ভুল বুজাবুজি।আমাদের মধ্যে ভুলবুজাবুজির অবসান হওয়ায় আমরা অনাস্থা প্রস্তাব প্রত্যাহার করে নিতে চাই। 


উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদনটি গ্রহন করে আইন অনুযায়ী ব্যবসথা নিচ্ছেন বলে জানাযায়।


উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর ভাতগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেনের বিরুদ্ধ নানা অনিয়মের অভিযোগ এনে অনাস্থা প্রস্তাব করেন।এছাড়াও পরিষদের সাবেক সচিব জীতেন দাস, সাবেক পিআইও মাহবুর রহমান এবং  শিব্বির আহমদকে অভিযুক্ত করা হয়।


সিলেট প্রতিদিন / এএসআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি