ছাতক থানা পুলিশের অভিযানে যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর রাত ৯.০০ টার দিকে পুলিশ ছাতক পৌর সভার ৭ নং ওয়ার্ড যুবলীগের সহ- সভাপতি মো. আব্দুল শহিদ (৪৫)- কে গ্রেফতার করেছে।
গ্রেফতার মো.আব্দুল শহিদ পৌর সভার মন্ডলীভোগ- শাহ জালাল আবাসিক এলাকার মৃতঃ আছকির আলীর পুত্র।
পুলিশ জানিয়েছে,ছাতক থানার মামলা নং-১৫,তাং-১০.০২. ২০২৫ খ্রি,ধারা-The Special Powers Act, 1974 Section 15 (3) / 25 D এর সন্দিগ্ধ আসামি মো.আব্দুল শহিদ (৪৫)।
থানার এসআই মো.সিকান্দর আলী,এসআই মোফাখখারুল ইসলাম,এএসআই মাসুদ মিয়া,এএসআই নাছির উদ্দিন সহ পুলিশ ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান, আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার আসামিকে আদালতে প্রেরন করা হচ্ছে।