মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩২ অপরাহ্ন

ব্রিটিশ পার্লামেন্টের সামনে ৫টি মানবাধিকার সংগঠনের প্রতিবাদ সভা

  • প্রকাশের সময় : ২২/০৯/২০২৫ ১৯:৫৭:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
37

 'অবৈধ' ইউনুস সরকারের গত এক বছরে বাংলাদেশে অব্যাহত নৈরাজ্য, খুন, সন্ত্রাস, ধর্ষণ, মব ভায়লেন্স ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ব্রিটিশ পার্লামেন্টের সামনে প্রতিবাদ সভা ও অস্থায়ী ‘ইউনুস ঘৃণা স্তম্ভে’ ৫টি মানবাধিকার সংঘঠনের পক্ষ থেকে ঘৃণা জানিয়েছে। 


গত রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টায় সারা বাংলাদেশে অব্যাহত নৈরাজ্য, খুন, ধর্ষণ, সন্ত্রাস, গণগ্রেফতার, মব ভায়লেন্স,  সাংবাদিক নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ব্রিটিশ পার্লামেন্টের সামনে যুক্তরাজ্যভিত্তিক ৫টি মানবাধিকার সংঘঠনের উদ্যোগে প্রতিবাদ সভা অনুস্টিত হয় ও পার্লামেন্ট স্কয়ারে অস্থায়ী ভাবে নির্মিত ‘ইউনুস ঘৃণা স্তম্ভে’ সর্বসাধারণ ঘৃণা প্রকাশ করেন।  এবং স্বেতাঙ্গদের মধ্যে বাংলাদেশে সারা বাংলাদেশে অব্যাহত নৈরাজ্য, খুন, ধর্ষণ, সন্ত্রাস, গণগ্রেফতার, মব ভায়লেন্স,  সাংবাদিক নির্যাতনের তথ্যবহুল লিফলেট বিতরণ করা হয়। 


সাবেক ছাত্রনেতা ও মানবাধিকার কর্মী ফজলে রাব্বি স্মরণের সভাপতিত্বে এবং মানবাধিকার কর্মী ও বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের ইউরোপীয় সমন্বয়ক ডক্টর আনিছুর রহমান আনিছ ও ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহাগের যৌথ পরিচালনায় অনুষ্টিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শ ম রেজাউল করিম।


ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাবের আহমেদ, যুক্তরাজ্য হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল সভাপতি আব্দুল আহাদ চৌধুরী, সাধারণ সম্পদক জামাল আহমেদ খান, ভয়েস ফর হিউমেন রাইটস ইউকের সভাপতি আবু জাহেদ, সাধারন সম্পাদক, সাদমান শরিফ, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল ইউকের সভাপতি সয়েদ সাদেক আহমেদ, ওয়ার্ল্ড কনফারেন্সের সভাপতি খন্দকার তারেক রায়হান, সাধারন সম্পাদক খালেদ আহমেদ রাজ।




আরও বক্তব্য রাখেন, ডাঃ মাসুম বিল্লাহ, ব্যারিস্টার সালাউদ্দিন, হাজী ছুরুক মিয়া, আব্দুল হেলাল চৌধুরী সেলিম, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আলী মাস্টার, রেজাউল করিম সাগর, মানবাধিকার কর্মী মশাহিদ আলম মহিম, টি এম রায়হান, আবু তানহার, রেজা মাহবুব লস্কর, শুহাদা বেগম, ভয়েস ফর হিউমেন রাইটস এর সমাজকল্যাণ সম্পাদক মো জুনেদ মিয়া, আখতার হোসেন মুন্না, মো: কবির হোসেন, এমরান  উদ্দিন, পাবেল আহমেদ , মুখলেসুর রহমান, ফটীক মিয়া , জাবির আহমেদ, শামীম আহমেদ, এস এম আবিদ হুসেন, হাসান আহমদ, আহসানুল হক, সাজু, জায়েদ সহ শতাধিক মানবাধিকার কর্মী ও নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 




সভায় বক্তারা, সারাদেশে তিন লক্ষাধিক ভুতুরে মামলা এবং  প্রায় ৪ লক্ষাধিক দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণকে মিথ্যা হয়রানীমুলক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। প্রায় ৩০০ জন সাংবাদিকের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে, গত ১ বছরে প্রায় ৩ হাজার ধর্ষণ সংঘটিত হয়েছে, ১৭৪ জন মানুষকে  মব-ভায়লেন্সর মাধ্যমে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। মসজিদ- মন্দির ভাংচুর করা হচ্ছে। মানবাধিকার চরমভাবে লঙ্গিত হচ্ছে, সরকারের পক্ষ থেকে কোণ প্রতিকার পাচ্ছেনা অসহায় ভিক্টিমরা।


সভায় বক্তারা সরবস্থরে সরকারের জন্য তাদের পদত্যাগ দাবি করেন।প্রতিবাদ সভা শেষে পার্লামেন্ট স্কয়ারে অস্থায়ী ভাবে নির্মিত ‘ইউনুস ঘৃণা স্তম্ভে’ সর্বসাধারণ ঘৃণা প্রকাশ করেন। 


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি