মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৬ অপরাহ্ন

ছাতকে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ৭ জন গ্রেফতার

  • প্রকাশের সময় : ২২/০৯/২০২৫ ০১:৪৪:২৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
8

ছাতক থানা পুলিশের অভিযানে ৭ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর ) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। 


ছাতক থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষের নেতৃত্বে এসআই রাহিম মিয়া, এসআই রেজাউল, এসআই সারোয়ার,এসআই বিন আমিন,এএসআই তোহা,এএসআই সাইফুর,এএসআই মাসুদ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেন।


গ্রেফতারকৃতরা হলো,ছাতক থানার মামলা  নং-৩৩(৯)২০২৫ এর আসামী দোয়ারাবাজার উপজেলার দোহালিয়াবাজার ইউনিয়নের মৃত মো.লাল মিয়ার পুত্র বর্তমানে সিলেট সদর থানার নরসিংটিলা (বাগবাড়ী)রহিমা কলোনীর বাসিন্দা মোঃ  জায়েদ আহমেদ (২১) ও তায়েদ আহমেদ (২০)।


ছাতক থানার মামলা নং-০৪ তাং-০২.০৯.২৫ খ্রিএর আসামী ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের রাজারগাও গ্রামের  ছায়াদ মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম ও গোদাবাড়ি গ্রামের  আব্দুল জলিলের পুত্র আমির আলী।


এছাড়া সি আর-৩৮৩/২৫ (ছাতক) মামলার আসামী ছাতক উপজেলার ছাতক সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের  মো. নাছির উদ্দিনের পুত্র মোয়েদ আহমদ।


ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম  খান ৭ জন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীদের পুলিশ সুনামগঞ্জআদালতে সোপর্দ করা হয়েছে।


সিলেট প্রতিদিন / এএসআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি