তাহিরপুর উপজেলার শান্তিপুর নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৩ জনকে আটক করে স্থানীয় জনসাধারণ পুলিশের কাছে সোপর্দ করেছে। আটককৃতরা হলেন— উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের জালালপুর গ্রামের কিতাব আলীর ছেলে সাদ্দাম হোসেন (৩৫), তার সহোদর সোহাগ মিয়া (৩০) এবং একই গ্রামের মুছা মিয়ার ছেলে ফারুক মিয়া (৩০)।
বৃহস্পতিবার দুপুরে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহরুখ আলম শান্তনু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে তিনজনকে ১২ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একইসঙ্গে আটককৃত নৌকা ও বালু সরকারের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেন।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, দণ্ডপ্রাপ্তদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন রোধে পুলিশ ও প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)শাহরুখ আলম শান্তনু বলেন, অবৈধ বালু উত্তোলন রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।।