বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৮ অপরাহ্ন

নিখোঁজের তিনদিন পর জমিয়ত নেতার মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : ০৫/০৯/২০২৫ ০১:০৮:২০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
46

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি, জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সম্ভাব্য প্রার্থী মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

 

শুক্রবার (০৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে দিরাই ও শান্তিগঞ্জ উপজেলার মধ্যবর্তী শরিফপুর বাট্টা এলাকায় পুরাতন সুরমা নদীতে ভাসমান অবস্থায় স্থানীয়রা তাঁর মরদেহ দেখতে পান। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। 

 

বিষয়টি নিশ্চিত করেছেন মুশতাকের ভাতিজা আবু সুফিয়ান এবং সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান চৌধুরী।

 

এর আগে গত মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) রাত থেকে তিনি নিখোঁজ রয়েছেন। বুধবার (০২ সেপ্টেম্বর) বিকেলে শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার স্ত্রী রুবি বেগম। 

 

মুশতাক আহমদ নিখোঁজের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর দুইটায় সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলা জমিয়তের নেতাকর্মী ও সমর্থকেরা।

 

মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী শান্তিগঞ্জ উপজেলার বড়মোহা দারুল উলুম ইসলামিয়া আরবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ও পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের আব্দুল মন্নানের ছেলে। 

 

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


সিলেট প্রতিদিন / এসআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি