ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি ফার্মেসি থেকে এক লক্ষ টাকা জরিমানা আদায় হয়েছে।বুধবার ৩ সেপ্টেম্বর ছাতক বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ‘দে ফার্মেসি-তে ৫০ হাজার টাকা ও ‘জাবা মেডিকেল সেন্টারে ৫০ হাজার টাকা জরিমানা করে জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তরিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচানা করেন। অভিযানে সুনামগঞ্জ ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক মিঠুন সাহা সহ কর্মকর্তা এবং থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
দুই ফার্মেসির বিরুদ্ধে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩- এর ৪০ ধারার (খ), (গ),(ঘ) উপ- ধারায় একাধিক অনিয়ম পাওয়ায় ফার্মেসিতে জরিমানা করা হয়েছে।