সুনামগঞ্জের ধর্মপাশায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে প্রত্যেকটি ওয়ার্ড ও ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হয় দলীয় কার্যালয়ের সামনে। পরে সকাল সাড়ে ১১টায় দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীর সভাপতিত্বে ও প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল হকের সঞ্চালায় সভায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মোতালিব খাঁন, যুগ্ম আহ্বায়ক এস.এম রহমত, নুরুল ইসলাম বিএসসি, জুলফিকার আলী ভুট্টো, সদস্য মামুন ওর রশীদ শান্ত, মজিবুর রহমান মজুমদার, নেহাল উদ্দিন, মাহবুবুর রহমান হাদিস, সালাউদ্দিন, আব্দুল মুতিন মির্জা প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহমেদ হুমায়ুন রশিদ রুবেল, সেলবরষ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মাদ আলী, ধর্মপাশা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো: নয়ন মিয়াসহ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।