বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন

ছাতকের তাসলিমা তামান্নার পিএইচডি ডিগ্রি অর্জন

  • প্রকাশের সময় : ০৩/০৯/২০২৫ ০১:৫২:৪৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
27

ছাতকের কৃতিসন্তান  তাসলিমা তামান্না "American College Of Education" থেকে "Education in Educational Leadership" এর উপর ডক্টরেটে (পি এইচ ডি ) ডিগ্রী অর্জন করেছেন তাঁর থিসিসের বিষয় ছিল "Roles of School and District Leaders in Developing, Implementing, and Sustaining Character Education Programs in Public Schools" ।  তাসলিমা তামান্না সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের জিয়াপুর পরগনা বাজার এলাকার কৃতি সন্তান।


 পারিবারিক সুত্রে জানা যায়, তাসলিমা তামান্না ছোটবেলা থেকেই অসাধারণ মেধাবী ও পরিশ্রমি ছিলেন।


তিনি ২০০৭ সালে আমেরিকার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান "The City College of New York" থেকে


মেধাভিত্তিক "Cum Laude" সম্মাননার সাথে  একই সাথে দুইটি বিষয়ে  স্নাতক ডিগ্ৰী অর্জন করেন।


তিনি ২০১৮ সালে  "American College Of Education" থেকে মেধাভিত্তিক "Distinction" সম্মাননার সাথে স্নাতকোত্তর  ডিগ্ৰী অর্জন করেন।


যুগান্তকারী শিক্ষা জীবনের পাশাপাশি তাঁর কর্মজীবন ও সাফল্যময় এবং বর্ণাঢ্য।স্নাতক সম্পন্ন করার পর তিনি আমেরিকার সুবিধা বঞ্চিত শিশুদের জন্য স্বনামধন্য দাতব্য প্রতিষ্ঠান "madison square boys & girls club" এ  "Education Director" পদে কর্মজীবন শুরু করেন । পরবর্তীতে তিনি আরেকটি দাতব্য প্রতিষ্ঠান "Champion Learning" এ "Head Program Director" এর দায়িত্ব পালন করেন ।


এরপর তাঁর অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে , তাঁকে আমেরিকার স্বনামধন্য ইসলামিক স্কুল "Hamza Academy"র প্রিন্সিপালের দায়িত্ব অর্পণ করা হয়।


এ সময় তিনি তাঁর কর্মদক্ষতা, অদ্ধাবসায়, নেতৃত্ব ও চারিত্রিক গুনের কারণে , লং আইল্যান্ড এর নাসাউ কাউন্টি'র মেয়রের কাছ থেকে বিশেষ সম্মাননা পদক অর্জন করেন এবং শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার কারণে, তাঁকে টাউন অফ হ্যাম্পষ্টেড থেকে সম্মাননা পদক প্রদান করা হয় ।


২০১৮ সালে উচ্চমান সম্পন্ন এবং অনন্য চারিত্রিক শিক্ষা প্রদানের স্বপ্ন নিয়ে নিজে "ILM Foundation" নাম একটি শিক্ষা প্রতিষ্ঠান চালু করেন, যেখানে শিশুদেরকে  চারিত্রিক, সামাজিক  এবং ইসলামী ধর্মের আলোকে শিক্ষা প্রদান করা হয় । বর্তমানে স্কুলটিতে প্রায় ৬০ জন শিক্ষার্থী রয়েছে। এতে বাংলাদেশী ছাড়াও আমেরিকান, তুরস্ক ও অন্যান্য দেশের মুসলিম শিক্ষার্থীরা অধ্যায়ন করছেন।


এর পাশাপাশি তিনি "Connecticut Board of Education " এ "School board advisor" হিসাবে দায়িত্ব পালন করছেন। কর্মজীবনে তিনি কাজের পাশাপাশি  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সমাজ সেবার উদ্দেশ্যে বিনা পারিশ্রমিকে উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন। 


ব্যক্তিগত জীবনে তিনি স্বামী এবং তিন সন্তান সহ আমেরিকার Connecticut এ বসবাস করছেন।


উনি ছাতকের বিশিষ্ট সমাজসেবক ,বিভিন্ন  দাতব্য সংস্থা এবং রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্টাতা, বাংলাদেশ কমিউনিটিতে বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃত্ব দানকারী এস এম জলিল ও হাফছা বি জলিল দম্পতির বড় মেয়ে।


তাঁর এই অনন্য সাফল্য উদযাপনের জন্য গত ২৫ আগস্ট তাঁর পরিবার ,আত্মীয়স্বজন ও এলাকাবাসি একটি  গ্রেজুয়েশন পার্টির আয়োজন করেন। এতে তাঁর পরিবার,আত্মীয়স্বজন, এলাকাবাসী, কমিউনিটি লিডার, তাঁর ছাত্রছাত্রী এবং তাদের পরিবারবর্গ অংশগ্রহণ করেন।


মেয়ের এই কৃতিত্বের জন্য মহান আল্লাহ পাকের নিকট শুকরিয়া জানিয়েছেন তাসলিমা তামান্নার গর্বিত পিতা আলহাজ্ব এস এম জলিল। তাঁর মেয়ের সাফল্যের জন্য সবার নিকট দোআ চেয়েছেন তিনি।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি