বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন

দোয়ারাবাজারের মৌলারপাড়ে কাঁচা রাস্তার বেহাল অবস্থা, পাকাকরণের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ

  • প্রকাশের সময় : ৩০/০৮/২০২৫ ১২:০৩:২৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
64

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৌলারপাড় গ্রামের একমাত্র কাঁচা সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। প্রায় চার হাজার মানুষের বসবাস করা এ গ্রামে সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান কাদা জমে যায়। ফলে স্থানীয়দের পাশাপাশি স্কুল, মাদ্রাসা ও কলেজগামী শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েন।



গ্রামের প্রবীণ থেকে শুরু করে কোমলমতি শিক্ষার্থীরা প্রতিদিন কাদা জল পেরিয়ে যাতায়াত করতে বাধ্য হন। এলাকাবাসীর অভিযোগ, আশপাশের সব রাস্তা পাকাকরণ হলেও মৌলারপাড়ের এই গুরুত্বপূর্ণ সড়কটি এখনো পাকা করা হয়নি। নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিলেও পরে আর তা বাস্তবায়ন হয় না।



স্থানীয়রা জানান, মৌলারপাড়, চৌধুরীপাড়া ও নতুন বাশতলা গ্রামের চার থেকে পাঁচ হাজার মানুষ প্রতিদিন এ সড়ক ব্যবহার করেন। বর্ষা মৌসুমে সড়কটি প্রায় হাঁটু পর্যন্ত কাদায় ডুবে যায়, ফলে শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষকেও সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। ইতোমধ্যে কাদা জলে পড়ে গিয়ে অনেক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনাও ঘটেছে। এ সড়ক দিয়েই লোকজনকে চৌধুরীপাড়া বাজার, হকনগর বাজার ও বাংলাবাজারে যেতে হয়।



সরেজমিনে দেখা যায়, স্কুলগামী শিক্ষার্থীরা কাদা মাড়িয়ে কোনো রকমে স্কুলে যাচ্ছে। অনেক জায়গায় জমে থাকা পানির কারণে চলাচল প্রায় অনুপযোগী হয়ে পড়েছে।



মৌলারপাড় গ্রামের আব্দুস সামাদ কুডু মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন,এমপি থেকে শুরু করে চেয়ারম্যান—কেউ বাদ নেই, আমরা সবাইকে বলেছি। কিন্তু প্রতিবার শুধু প্রতিশ্রুতি পাই, কাজ হয় না। যদি আমাদের রাস্তা না হয়, তাহলে আমাদের বাংলাবাজার ইউনিয়ন থেকে বের করে দেওয়া হোক।



স্থানীয় সমাজসেবক আজিম মিয়া বলেন,


খুব কষ্ট লাগে যখন দেখি ছোট ছোট বাচ্চারা কাদা মেখে স্কুলে যায়। অনেকেই নিয়মিত স্কুলে যেতে পারে না। দ্রুত রাস্তাটি পাকাকরণ করা জরুরি।



আরেক সমাজসেবক জামাল তালুকদার জানান,এই সড়ক দিয়ে ৪ থেকে ৫ হাজার মানুষ চলাচল করে। সড়কটি পাকা হলে এলাকার দুর্ভোগ কমবে।



বাংলাবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. আলম সিকদার বলেন,দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের জন্য মৌলারপাড় সড়কটি পাকাকরণ করতে হবে। এতে এলাকার কৃষিপণ্য সহজে বাজারে পৌঁছে দেওয়া সম্ভব হবে।



এলাকাবাসী দ্রুত সড়কটি পাকাকরণের দাবি জানিয়েছেন। তাদের মতে, এ সড়কটি পাকা হলে শুধু যাতায়াত সহজ হবে না, বরং শিক্ষা, কৃষি ও স্থানীয় অর্থনীতিও উপকৃত হবে।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি