বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন

ছাতকে পরিবেশ রক্ষায় প্রশাসনের অভিযান, ড্রেজার ও বাল্কহেড জব্দ,২ জন আটক

  • প্রকাশের সময় : ২৩/০৮/২০২৫ ০৭:৫৮:২৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
19

ছাতকে অবৈধ বালু উত্তোলনের  দায়ে দুইজনকে আটক করা হয়েছে। শুক্রবার (২২আগষ্ট) ভোররাতে উপজেলার ইসলাম পুর ইউনিয়নের বৈশাকান্দি রাবারড্যাম সংলগ্ন সোনাই নদী এবং আশপাশের ফরেস্ট এলাকায় এক বিশেষ টাস্কফোর্সের অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে আটক করা হয়।


আটককৃত ২জন হলেন,ইসলামপুর ইউনিয়নের নোয়াকোট গাংপার গ্রামের হাবিবুর রহমান (৩৭) এবং বৈশাকান্দি গ্রামের ফজর আলী (২০)। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের


কাছে অপরাধ  স্বীকার করায় তাদের লঘুদণ্ড সাত  দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।


অভিযান পরিচালনা করেছেন, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, তরিকুল ইসলাম ও  সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় দাস। অভিযানে ছাতক থানার এসআই  গোলাম সারোয়ার,বিট কর্মকর্তা আয়ুব আলী,নোয়াকোট বিজিবি  ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন ।


এদিকে সকালে  অভিযান চলাকালে ইসলামপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর -আবদালি’ নামক স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় আরও তিনটি বাল্কহেড নৌকা ও একটি  ড্রেজার মেশিন জব্দ করা হয়। অভিযানের সময় অপরাধীরা   পালিয়ে যায়। উপজেলা বন-বিট কর্মকর্তা মো. আইয়ুব খান  উপস্থিত দুই সাক্ষীর সম্মুখে এসব মালামাল জব্দ করেছেন।জব্দকৃত বাল্কহেড ও ড্রেজার মেশিন পরিবেশ বিধ্বংসী  কর্মকাণ্ডে ব্যবহৃত হওয়ায় রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়।


ইউএনও  মো.তরিকুল ইসলাম জানান,পলাতক আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করা হয়েছে। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এই ধরনের অভিযান  অব্যাহত থাকবে।##


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি