বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২০ অপরাহ্ন

সরকারি জমিতে বিএনপি নেতার দোকান নির্মাণের অভিযোগ

  • প্রকাশের সময় : ২০/০৮/২০২৫ ০৯:০৪:৫৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
28

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজার ফেরিঘাট এলাকায় কুশিয়ারা নদীর তীরবর্তী সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ করছেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কয়েছ উদ্দিন মাস্টার- এমন অভিযোগ উঠেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ডিসেম্বরের প্রথম শুক্রবার হঠাৎ ওই স্থানে দোকানঘর নির্মাণ শুরু করেন কয়েছ উদ্দিন। তখন স্থানীয় তফসিল অফিস থেকে নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেওয়া হলেও তিনি অমান্য করে কাজ চালিয়ে যান।


পরে গত ১৫ ডিসেম্বর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞার নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা সেখানে অভিযান চালিয়ে নির্মিত দোকানঘর ভেঙে দেন।


তবে সম্প্রতি ফের ওই স্থানে দোকান নির্মাণ শুরু করেন কয়েছ উদ্দিন।


অভিযোগ রয়েছে, স্থানীয় ভূমি সহকারী কর্মকর্তার মাধ্যমে প্রশাসনকে ম্যানেজ করেই তিনি শুক্রবার (১৫ আগস্ট) সকাল থেকে আবারও কাজ শুরু করেন। এতে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে এবং যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে।


এ বিষয়ে অভিযুক্ত কয়েছ উদ্দিন বলেন, ’সরকারি জায়গা দখলের বিষয়ে আমি কিছু জানি না। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।’


রানীগঞ্জ বাজার কমিটির সেক্রেটারি আবুল কাশেম বলেন, ’নদীচর দেওয়া জায়গায় বিএনপির কয়েছ মাস্টার কিছু সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করছেন। তবে সরকারি জায়গার পাশেই তার নিজস্ব কিছু জমি রয়েছে বলে মনে হচ্ছে।’


ভূমি সহকারী কর্মকর্তা মো. সেলিম মিয়া বলেন, ’আমরা বারবার নিষেধ করার পরও তারা আইন অমান্য করে কাজ করছেন। আমি এ বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করব। আমাকে টাকা দিয়ে কাজ করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরকত উল্লাহ বলেন, ’সরকারি জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি