বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন

ছাতকে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

  • প্রকাশের সময় : ১৮/০৮/২০২৫ ১০:০০:১৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
18

দেশের মৎস্য সম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ণ এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে ‘অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি’এই প্রতিপাদ্যকে ধারণ করে ছাতকে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন করা হয়েছে।


দেশব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ চত্বরের সামনে থেকে র‍্যালী শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‍্যালীটি উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। 


পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা(অ.দা) তুষার কান্তি বর্মণের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও  পৌর প্রশাসক মোঃ তরিকুল ইসলাম। 


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোহাম্মদ মিলন মিয়া। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আমিনুল ইসলাম সরকার, সাংবাদিক সাকির আমিন, মৎস্য অফিসের ইউনিয়ন লিফ শাহ মো. মুজিবুর রহমান।


এ সময় সহ মৎস্য অফিসের অফিস সহায়ক মামুন মিয়াসহ মৎস্য চাষি ও মৎস্যজীবীগন উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে সফল মৎস্য চাষি হিসেবে  ছাতক ইউনিয়নের আন্ধারীগাও গ্রামের কবির আহমদ মধু,গোবিন্দগঞ্জ সৈদের গাও ইউনিয়নের খাগামুড়া গ্রামের শাহ মোহাম্মদ মুজিবুর রহমান ও নোয়ারাই ইউনিয়নের শারফিননগর গ্রামের দিগেন্দ্র করকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি