বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন

শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

  • প্রকাশের সময় : ১৮/০৮/২০২৫ ০৩:০৫:০৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
17

'অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারদেশের ন্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।


সোমবার(১৮ আগস্ট) দুপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে একটি র‍্যালী উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। 


মৎস্য সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।


উপজেলা হ্যাচারি কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে ও ফিল্ড এসিস্ট্যান্ট বিদ্যুত চন্দ্র সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, সদস্য দিলিপ কুমার দাস, ও সমবায় অফিসের নূর হোসেন প্রমুখ। আলোচনা সভার পর বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার ৩ জন চাষিকে পুরস্কৃত করা হয়। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন এলাকার মৎস্যচাষিরা উপস্থিত ছিলেন।


এরআগে উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করে মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়৷


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি