সুনামগঞ্জ ও নেত্রকোনার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন ও বর্ষাকালে বিচ্ছিন্ন হয়ে যাওয়া (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা সারা বছর যোগাযোগের আওতায় আনা এবং কৃষি, পর্যটন ও অর্থনীতির বিকাশ ঘটানোর লক্ষ্যে প্রস্তাবিত উড়াল সড়ক অংশ পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার।
রোববার (১৭ আগস্ট) সকাল ৯টার দিকে ধর্মপাশা উপজেলা সদরের মধ্য বাজারে উড়াল সড়ক প্রকল্পের আওতায় ব্রীজ নির্মাণ ও ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে বৃক্ষ রোপণ কার্যক্রম করেন। এসময় উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক গোলাম মাওলা, নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, উপজেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহাব উদ্দিন।
পরে উপজেলার কান্দাপাড়া-জয়শ্রী রাস্তা, জামালগঞ্জ উপজেলার কাজীরগাঁও-সাচনা বাজার রাস্তায় সুরমা ব্রিজের নির্ধারিত স্থান, তাহিরপুর উপজেলা হতে পাতারগাঁও, সোলেমানপুর ও পাটাবুকা ব্রিজেন কাজ ও মধ্যনগর উপজেলার চলমান কাজ পরিদর্শন করবেন।
এতে সফরসঙ্গী ছিলেন,পরিচালক (পলিসি এবং অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আব্দুল্লাহ শিবলী সাদিক, সিনিয়র তথ্য কর্মকর্তা সমরেন্দু বিশ্বাস, ব্যক্তিগত কর্মকর্তা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।