রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সুনামগঞ্জের ধর্মপাশায় জনসভা করেছে বিএনপি।
রোববার (১০ আগস্ট) বিকাল ২টায় উপজেলা সদরের মধ্য বাজারে এ সভার আয়োজন করেন উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন।
উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুল আলম হাদিসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আব্দুল মোতালিব খান। তিনি সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি, বর্তমান আহ্বায়ক কমিটি সদস্য, সাবেক ধর্মপাশা উপজেলা বিএনপি’র সভাপতি, সাবেক ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও
সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর, জামালগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী।
জনসভায় আব্দুল মোতালিব খান বলেন, পতিত সরকার প্রধান শেখ হাসিনা বাংলাদেশের সংবিধানকে কেটে-ছিড়ে পারিবারিক সংবিধানে পরিণত করেছিল। জনগণের ভোটের অধিকার হরণ করে রেখেছিল, সেই ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমরা ১৬ বছর ধরে আন্দোলন সংগ্রাম করে আসছি। ভোটাধিকার ফিরিয়ে দিতে দেশ নায়ক তারেক রহমানের যে বার্তা তা পৌঁছে দিতে আমরা আপনাদের কাছে এসেছি। দেশে গণতন্ত্র, মানবাধিকার, ভোটের অধিকার ও অর্থনৈতিকসহ সার্বিক উন্নয়নের লক্ষ্যে ৩১ দফা সংস্কার প্রস্তাব ঘোষণা করে বিএনপি। রাষ্ট্র সংস্কারে দেওয়া এই প্রস্তাবগুলো দেশ-বিদেশে ব্যাপক প্রশংসা অর্জন করেছে বলেও জানান তিনি।
এতে বক্তব্য রাখেন, মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হায়াত, যুগ্ন আহবায়ক আবুল বাশার, ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী মাজহারুল হক, আফসারুল আলম চন্দন পীর, আফজাল হোসেন স্বপন, সাবেক জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মামুন ওর রশীদ শান্তু, সাবেক জেলা পরিষদের সদস্য চন্দন খাঁন, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক ফারুক আহমেদ, ইকবাল হোসেন, আবুল বাশার, উজ্জ্বল মিয়া, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক আব্দুল মন্নাফ প্রমূখ।