ছাতকে রাজনৈতিক মামলায় যুবলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর স্থানীয় ইসলাম বাজার থেকে পুলিশ রুপন আহমদ রিপনকে গ্রেফতার করে।
সে উপজেলার ইসলামপুর ইউনিয়নের হাদা-চানপুর গ্রামের জোয়াদ উল্লাহর পুত্র এবং ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
ছাতক থানার এস আই মো.সিকান্দর আলী এবং এস আই
রাহিম এক বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার
করেন। এস আই মো. সিকান্দর আলী জানান রুপন আহমদ রিপন রাজনৈতিক মামলার আসামী।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ-গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।##