বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন

ছাতকে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ৬ আসামীকে গ্রেফতার করা হয়েছে

  • প্রকাশের সময় : ০৭/০৮/২০২৫ ০৩:২৮:৩৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
84

ছাতকে বিভিন্ন মামলায় ৬ আসামীকে গ্রেফতার করা হয়েছে।বুধবার রাত থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে। ছাতক থানার এস আই মো. সিকান্দার আলী,

 এস আই আব্দুল লতিফ,এ এস আই সাহাব উদ্দিন, এএস আই তোয়াহা সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে ৬ আসামী গ্রেফতার করেন।


গ্রেফতারকৃতরা হলেন নারী ও শিশু নির্যাতন দমন আইন  মামলা ( নং২০৯/২৫ ) এর আসামী নোয়ারাই ইউনিয়নের  লক্ষীবাউর গ্রামের আব্দুর রহিম তালুকদারের পুত্র  মো: আব্দুল মজিদ তালুকদার,মো: আব্দুল মজিদ তালুকদারের স্ত্রী সেলিনা বেগম।


জি আর মামলা (১৯২/১৪ (কোতয়ালী) এর আসামী দোলার বাজার ইউনিয়নের পালপুর গ্রামের মৃত আকবর আলীর পুত্র জয়নাল আবেদীন 

 

সি আর মামলা ৫৩০/২৪ (ছাতক)'র আসামী দোলারবাজার ইউনিয়নের মুক্তারপুর-লক্ষীপাশা গ্রামের মো.শামসুল হকের পুত্র মোহাম্মদ আলী ফুয়াদ ও ছাতক থানার মামলা ( নং ৫ ( ৮) ২০২৫)  এর আসামী ধারা- ৩৭৯/ ৪১১ পেনাল কোড এর সন্ধিগ্ধ আসামী সিলেট কোতোয়ালি  থানা এলাকার সোবহানী ঘাটের বাসিন্দা খুরশেদ আলমের পুত্র মো: রনি আহমদ। 



ছাতক থানার ওসি মো.মোখলেছুর রহমান আকন্দ জানান, ছাতক থানার মামলা নং ৩৩, তারিখ-২৪.০৭.২০২৫ এর  রিমান্ডের আসামী উপজেলার বড় বিহাই  গ্রামের মো. আলী হোসেন  সহ  সব আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। 


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি