বাংলাদেশ কৃষি ব্যাংক (বি কে বি) ছাতকের গোবিন্দগঞ্জ শাখার উদ্যোগে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে দিনব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (৬ জুলাই ) সকাল ৯.০০ ঘটিকায় গোবিন্দগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে, বিকেল ৩.০০ ঘটিকায় গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে বৃক্ষ রোপন করা হয়।
কৃষি ব্যাংক গোবিন্দগঞ্জ শাখার ব্যবস্থাপক পিযুষ দেবনাথের পরিচালনায় বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর
রহমান ও গোবিন্দগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমদ বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেছেন।
এ সময় ডাক্তার সাব্বির আহমদ, ব্যাংক কর্মকর্তা জহিরুল ইসলাম,রণবীর সরকার,আনারুল ইসলাম সহ শিক্ষকমন্ডলী, ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন