বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন

সুনামগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

  • প্রকাশের সময় : ০৬/০৮/২০২৫ ০৩:০৩:২৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সিলেট প্রতিদিন
Share
26

সুনামগঞ্জে বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।বুধবার (৬ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের বাহাদুরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে সুনামগঞ্জ থেকে একটি সিএনজি অটোরিকশা শান্তিগঞ্জের উদ্দেশে রওনা দিলে বিপরীতমুখী সিলেট থেকে আসা দ্রুতগামী একটি বাসের সঙ্গে বাহাদুরপুর এলাকায় সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন এবং তিনজন গুরুতর আহত হন। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ২ জনের মরদেহ উদ্ধার করে এবং বাকি ৩ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

সুনামগঞ্জ থানার এসআই আনিস বলেন, বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এখন ঘটনাস্থলে আছি বিস্তারিত পরে জানানো হবে।


সিলেট প্রতিদিন / এসএল


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি