মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৮ অপরাহ্ন

ছাতকের নোয়ারাই ইউনিয়নে বীট পুলিশিং সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ০১/০৮/২০২৫ ১০:৫৯:১৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
12

ছাতকের নোয়ারাই ইউনিয়নে  বীট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  বিকেলে ইউনিয়নের লক্ষিবাউর বাজার মাদ্রাসায় এ সভা অনুষ্ঠিত হয়। 


লক্ষিবাউর বাজার পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য সাদিক মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লিজন  তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত বীট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিনিয়র সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল মো. আব্দুল কাদের।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ, ছাতক পৌর বিএনপির আহবায়ক সামছুর রহমান সামছু, নোয়ারাই  ইউনিয়ন বিএনপির আহবায়ক,সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইমতিয়াজ আলী,নোয়ারাই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন,ছাতক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছাতক থানার সাব ইন্সপেক্টর ( নোয়ারাই বীট ) মো.সিকান্দর আলী,এ এস আই (নোয়ারাই বীট ) মোহাম্মদ শওকত আলী।


বক্তব্য রাখেন,সাবেক ইউপি সদস্য উপজেলা কৃষক দলের আহবায়ক মনির উদ্দিন তালুকদার , ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুন নুর,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম,উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক  কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হিফজুর রহমান মামুন,কৃষক দলের যুগ্ম  আহবায়ক কুতুব উদ্দিন, নোয়ারাই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান,সাংগঠনিক সম্পাদক  বদরুল আলম,যুবদল নেতা ইঞ্জিনিয়ার সুহেল মিয়া প্রমুখ। 

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন লক্ষিবাউর  মাদ্রাসার সুপার মাওলানা জুয়েল আহমদ জামিল।


এ সময় উপস্থিত ছিলেন মকতই মিয়া, মো. হানিফ আলী, মো. আনোয়ার, মো.হরুপ আলী, নুরুল আমিন,হাবিবুর রহমান, মদরিছ আলী,মো.মখন আলী,জহুরুল ইসলাম প্রমুখ। 


প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার মো. আব্দুল  কাদের বলেন,এলাকায় অপধাধ দমনে পুলিশকে সর্বাত্মক  সহযোগিতা করা প্রয়োজন। জুয়া খেলা,মাদক সেবন-বিক্রি,

চাঁদাবাজি,ইভটিজিং,বাল্যবিবাহ ও চোরাচালান রোধ করতে আমরা পুলিশের পক্ষ থেকে সকল নাগরিকদের সহযোগিতা কামনা করছি। আপনাদের তথ্য ও সহযোগিতায় ইউনিয়নে সকল প্রকার অপরাধ দমন করা হবে।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি