শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন

সিলেট-সুনামগঞ্জ রোডে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

  • প্রকাশের সময় : ৩১/০৭/২০২৫ ১১:০৭:৩৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
22

সিলেট-সুনামগঞ্জ সড়কের চেচান-রাউলি এলাকার মধ্যবর্তী  স্থানে একটি পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।


বৃ্‌হস্পতিবার দুপুরে এ দুর্ঘটনাটি ঘটেছে ছাতক  উপজেলার চেচান-রাউলী এলাকায়।


স্থানীয়রা জানান,সুনামগঞ্জ গামী মোটরসাইকেলের বিপরীত   গামী একটি পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হয়। 


এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহীআবু সালেক। নিহত আবু সালেক  বিশ্বম্ভরপুর উপজেলার আমড়িয়া গ্রামের মকবুল হোসনের পুত্র। 


খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে  লাশ উদ্ধার করেছে। নিহতের সাথে থাকা জাতীয় পরিচয়  থেকে তার  ঠিকানা সংগ্রহ করা হয়েছে। মোটর সাইকেলটি  হাইওয়ে পুলিশের জিম্মায় আছে । জয়কলস হাইওয়ে থানার ইনচার্জ সুমন কুমার চৌধুরী জানান, ঠিকানা মতে যোগাযোগ করে মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া গেছে।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি