বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩২ অপরাহ্ন

কবি পপি ভৌমিকের প্রথম কাব্যগ্রন্থ ‘দর্পণে দেখা আলোর আকুতি’র মোড়ক উন্মোচন

  • প্রকাশের সময় : ২৬/০৭/২০২৫ ০৯:৪০:৪১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
12

সাহিত্যের নব আলো ছড়িয়ে সুনামগঞ্জে অনুষ্ঠিত হলো কবি পপি ভৌমিকের প্রথম কাব্যগ্রন্থ ‘দর্পণে দেখা আলোর আকুতি’-এর প্রকাশনা অনুষ্ঠান। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় শহরের ঐতিহ্যবাহী শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে এই অনুষ্ঠানের আয়োজন করে ডেইলি সুনামগঞ্জ ডটকম।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচন করেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে। 


তিনি বলেন, পপি ভৌমিকের কবিতা শুধু শব্দের বিন্যাস নয়, অনুভবের নান্দনিক প্রকাশ। তার কাব্যগ্রন্থে জীবনের আলো-আঁধারি, একাকিত্ব ও আত্মঅনুসন্ধানের দারুণ এক সংমিশ্রণ রয়েছে। একজন নারী কবি হিসেবে তিনি যে ভাষা ও ভাবনায় সমাজ ও মননকে ছুঁতে পেরেছেন, তা সত্যিই প্রশংসনীয়। আমি তার সাহিত্যজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করি।"


ডেইলি সুনামগঞ্জ.কমের ভারপ্রাপ্ত সম্পাদক রওনক বখতের সভাপতিত্বে ও সাবেক কাউন্সিলার সাবিনা চৌধুরী মনির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও কবি পপি ভৌমিক। 


বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক(সিসি) ডা. ননী ভূষন তালুকদার, সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শেরগুল আহমেদ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু ও জসিম বুকস হাউজের প্রকাশক মো. জসিম উদ্দিন৷ 



অনুষ্ঠানে বক্তারা বলেন, কবি পপি ভৌমিকের কাব্যগ্রন্থে জীবনের আলো-আঁধারির সৌন্দর্য, আত্মদর্শন ও মানবিক বোধের শক্তিশালী প্রকাশ ঘটেছে। নতুন প্রজন্মের কবিদের জন্য এটি এক অনুপ্রেরণা হয়ে উঠবে।


অনুষ্ঠানে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সাহিত্যপ্রেমী মানুষদের উপস্থিতি মিলনমেলায় রূপ নেয়। অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন ট্রাজেডিতে নিহতদের স্মরণ করে ১ মিনিট নিরবতা পালন করা হয়৷


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি