বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন

সাংবাদিক সবুজের পিতৃ বিয়োগে এমজাস’র শোক

  • প্রকাশের সময় : ২৪/০৭/২০২৫ ০৩:৫১:৪৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
51

সিলেট জেলা প্রেসক্লাব সদস্য, মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট এর সদস্য ও সিলেটভিউ২৪ডটকম’র মাল্টিমিডিয়া সিনিয়র ভিডিও জার্নালিস্ট শহিদুল ইসলাম সবুজের বাবা মো. সালেক মিয়া ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।


বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটের সময় সিলেট মহানগরের আখালিয়া এলাকার বড়বাড়ি গ্রামস্থ নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


মৃত্যুকালে মো. সালেক মিয়ার বয়স হয়েছিলো ৫৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও অসংখ্য আত্মীয় এবং গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর আগে তিনি নানা জটিল রোগে ভোগছিলেন।


মরহুমের জানাযার নামাজ আজ বাদ এশা আখালিয়া এলাকার বড়বাড়ি চান্দিয়ালা কলাপড়া জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।

 

এদিকে, সদস্য শহিদুল ইসলাম সবুজের বাবার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট এর আহ্বায়ক মাসুদ আহমদ রনি ও সদস্য সচিব এইচ এম শহীদুল ইসলাম। এক শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবার-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি