শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে বর্ণিল আয়োজনে প্রাথমিক শিক্ষা সম্মিলন সম্পন্ন

  • প্রকাশের সময় : ২৩/০৭/২০২৫ ১০:২৮:২৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
55

সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অংশগ্রহনকারী সেরা শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে প্রাথমিক শিক্ষা সম্মিলন অনুষ্ঠিত হয়েছে৷ 



বুধবার(২৩ জুলাই) দুপুর আড়াইটায় উপজেলা পরিষদের ঝিলমিল অডিটোরিয়ামে অনুষ্ঠিত শিক্ষা সম্মিলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। 


শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার সভাপতিত্বে ও রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ কুমার চক্রবর্তী ও ঈশাখপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাপারা প্রীতমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) তাপস শীল, জেলা প্রাথম শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান।


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন পাথারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা চৌধুরী রোজী, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম, শিক্ষার্থীদের মধ্যে অনূভুতি প্রকাশ করে আদিব হোসেন ও ইভা আক্তার প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 


আলোচনার পর সেরা বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়৷


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি