সুনামগঞ্জের মধ্যনগরে স্রোতের তোরে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় শামছুন্নাহার (৭০) নামেন এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শামছুন্নাহার বাবার বাড়ি ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রাম থেকে স্বামীর বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের ডুর্লভপুর গ্রামে
যাওয়ার পথিমধ্যে এ দুর্ঘটনার শিকার হন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, যাত্রীবাহী নৌকাটি শুক্রবার (১৮ জুলাই) সকালে ধর্মপাশা উপজেলার জয়শ্রী থেকে কলমাকান্দা যাওয়ার সময় মধ্যনগর উপজেলার পিঁপড়াকান্দা ব্রীজের কাছে পৌঁছলে পানির তোরে নৌকাটি ডুবে যায়, এ সময় নৌকাতে থাকা সকল যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে পারলেও শামসুন্নাহার তলিয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, আইনী পদক্ষেপের পাশাপাশি নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।