বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন

এসএমসিসিআই’র ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজম উপ-কমিটির যুগ্ম-আহ্বায়ক শাহেদ আহমদ

  • প্রকাশের সময় : ১৮/০৭/২০২৫ ১২:১৪:০২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
41

সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই)-এর ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজম উপ-কমিটির যুগ্ম-আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সাংবাদিক ও ব্যবসায়ী শাহেদ আহমদ।


শাহেদ আহমদ সিলেটের একজন পরিচিত মুখ। তিনি হলি গ্রুপের সিইও, হলি আরবান প্রপাটিজ প্রাইভেট লিমিটেড, মেহমান রেস্টুরেন্ট এবং শাহেদ এন্টারপ্রাইজ-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি অনলাইন নিউজ পোর্টাল টাইম সিলেট ডটকম-এর সম্পাদক।


সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করা শাহেদ আহমদ একসময় সিলেটের স্বনামধন্য দৈনিক পত্রিকাগুলোতে ফটো সাংবাদিক হিসেবে কাজ করেছেন। পরে সততা ও নিষ্ঠার সঙ্গে ব্যবসা খাতে নিজের অবস্থান গড়ে তুলেন তিনি।


এসএমসিসিআই-এর গুরুত্বপূর্ণ এ পদে দায়িত্ব পাওয়া প্রসঙ্গে শাহেদ আহমদ বলেন, সিলেটের পর্যটন খাতের বিকাশে যুগপৎভাবে কাজ করাই আমার লক্ষ্য। এই দায়িত্ব আমাকে নতুনভাবে অনুপ্রাণিত করবে।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি