সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই)-এর ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজম উপ-কমিটির যুগ্ম-আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সাংবাদিক ও ব্যবসায়ী শাহেদ আহমদ।
শাহেদ আহমদ সিলেটের একজন পরিচিত মুখ। তিনি হলি গ্রুপের সিইও, হলি আরবান প্রপাটিজ প্রাইভেট লিমিটেড, মেহমান রেস্টুরেন্ট এবং শাহেদ এন্টারপ্রাইজ-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি অনলাইন নিউজ পোর্টাল টাইম সিলেট ডটকম-এর সম্পাদক।
সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করা শাহেদ আহমদ একসময় সিলেটের স্বনামধন্য দৈনিক পত্রিকাগুলোতে ফটো সাংবাদিক হিসেবে কাজ করেছেন। পরে সততা ও নিষ্ঠার সঙ্গে ব্যবসা খাতে নিজের অবস্থান গড়ে তুলেন তিনি।
এসএমসিসিআই-এর গুরুত্বপূর্ণ এ পদে দায়িত্ব পাওয়া প্রসঙ্গে শাহেদ আহমদ বলেন, সিলেটের পর্যটন খাতের বিকাশে যুগপৎভাবে কাজ করাই আমার লক্ষ্য। এই দায়িত্ব আমাকে নতুনভাবে অনুপ্রাণিত করবে।