বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন

জুলাই শহীদ দিবসে সুবিপ্রবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : ১৭/০৭/২০২৫ ০৯:৩১:৪৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
11

জুলাই শহীদ দিবস উপলক্ষে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার(১৬ জুলাই) সকাল সাড়ে ১০ টায় শান্তিগঞ্জস্থ টেক্সটাইল ইন্সটিটিউটে সুবিপ্রবির অস্থায়ী ক্যাম্পাস থেকে একটি র‍্যালী শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অস্থায়ী ক্যাম্পাসে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। 


আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন। 


সুবিপ্রবির সিএসই বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন ওয়াদুদের সভাপতিত্বে ও গণিত বিভাগের লেকচারার শেখ শিখা রশিদের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হারুন-অর-রশিদ৷ 


আলোচক হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের লেকচারার অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও রসায়ন বিভাগের লেকচারার ড. মো. রেজাউল করিম। 


আরও বক্তব্য রাখে রসায়ন বিভাগের শিক্ষার্থী সাইদুর রহমান, পদার্থ বিভাগের তাকবির হাসান, সিয়াম, সিএসই বিভাগের আহমেদ সাফি, গণিত বিভাগের সাইমুন ও রুবাইয়া জান্নাত প্রমুখ৷ 


এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সেখ আব্দুল লতিফ, গণিত বিভাগের লেকচারার ড. মোবারক হোসেন, রসায়ন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ মাহমুদ, লেকচারার মোহাইমিনুল ইসলাম মো: নূর আমিন বিট, পদার্থ বিভাগের লেকচারার মৌটুসী রহমান সরকার ও  মারুফ চানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত  ছিলেন। 


আলোচনা সভার পর জুলাই শহীদের আত্মার মাগফিরাত কামনা করে এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি