১৬ জুলাই: বুধবার সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা শহীদ আয়াতুল্লাহ চত্বরে শহিদ আয়াতুল্লাহ'র স্মৃতিকে শ্রদ্ধাভরে স্মরণ করে রাখতে একটি আমগাছের চারা রোপণ করা হয়েছে। এই চারা রোপণ করেন শহিদ আয়াতুল্লাহ'র পিতা জনাব মোঃ সিরাজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব উজ্জল রায়, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মনিবুর রহমান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।
শহিদ আয়াতুল্লাহ'র বীরত্ব ও আত্মত্যাগকে স্মরণ করে রাখতে আয়োজন করা হয় দেয়ালিকা অঙ্কন প্রতিযোগিতা যেখানে ১৩ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের চিত্রকর্মের মাধ্যমে শহীদের জীবন ও আদর্শ তুলে ধরে।