সুনামগঞ্জের তাহিরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: শামসুদ্দিন খান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মির্জা রিয়াদ হাসান।
প্রধান অতিথি জনসংখ্যা দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন। আলোচনা শেষে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়।