সিলেটের বিশ্বনাথে ২০২৫ সালের দাখিল পরীক্ষায় বিশ্বনাথে (শুধু মাদ্রসার মধ্যে) সেরাদের মাঝে স্থান পেয়ে চমক দেখিয়েছে নতুন হাবড়া বাজার দাখিল মাদ্রাসা। এ বছরে দাখিল পরীক্ষায় অংশ নেয় উপজেলার ১৭টি মাদ্রাসা।
মাদ্রাসাগুলোর মধ্যে সৎপুর কামিল মাদ্রাসা থেকে ৮৭ জন অংশ নিয়ে পাশ করেছে ৪৩ জন, বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদ্রাসা থেকে ১১৯জন অংশ নিয়ে পাশ করেছে ৭৮জন। তবে এই মাদ্রাসায় এ প্লাস পেয়েছে ৩জন।
কামাল বাজার ফাজিল মাদ্রাসা ৭৮ জন অংশ নিয়ে পাশ করেছে ৪৮জন, এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে ৫৪ জন অংশ নিয়ে পাশ করেছে ৩৮ জন। এই মাদ্রাসায় এ প্লাস পেয়েছে ১টি।
সিঙ্গেরকাছ আলিম মাদ্রাসা থেকে ৬১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ২৫জন। এই মাদ্রাসায় এ প্লাস পেয়েছে ১জন। দশপাইকা আনোয়রুল উলুম আলিম মাদ্রাসা থেকে ৪৪ জন পরীক্ষায় অংশ নিয়ে ২১ জন পাশ করেছে, হযরত শাহচান্দ শাহকালু ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে ৮৮ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৫৬ জন, ছহিফাগঞ্জ সুলাতানিয়া আলিম মাদ্রাসা থেকে ৭৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৪৯ জন, বড়তলা মজহারিয়া দাখিল মাদ্রাসা থেকে ৮১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৪০ জন, মিছবাহুল উলুম দাখিল মাদ্রাসা থেকে ২৯ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১৩ জন, আল ইরশাদ লতিফিয়া দাখিল মাদ্রাসা থেকে ৫০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৩২ জন, করিমুনেছা ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসা থেকে ২৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে মাত্র ৮জন, লতিফিয়া ইরশাদিয়া দাখিল মাদ্রাসা থেকে ৫৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১৯ জন, আমতৈল পঞ্চগ্রাম মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা থেকে ২৪ পরীক্ষায় অংশ নিয়ে ৯জন পাশ করেছে, ভুরকী হাফিজিয়া দাখিল মাদ্রাসা থেকে ৩১ জন পরীক্ষায় অংশ নিয়ে ২০ জন পাশ করেছে আর নতুন হাবড়া বাজার দাখিল মাদ্রাসা থেকে ৩২ জন পরীক্ষায় অংশ নিয়ে ২৭ জনই পাশ করে চমক সৃষ্ঠি করেছে।
এই মাদ্রাসার পাশের হার ৮৪.৩৮% পেয়ে সবার উর্ধ্বে চমক দেখয়। এনিয়ে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী আর অভিভাবকদের মধ্যে ব্যপক আনন্দ আর উৎসাহ দেখা দিয়েছে। আর করিমুনেছা ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসা থেকে ২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে সর্বনিম্ন ৮ জন পাশ করেছেন।
এতে দেখা যায় মাদ্রাসার মধ্যে সেরাদের তালিকায় রয়েছে নতুন হাবড়া বাজার দাখিল মাদ্রাসা ও সর্বনিম্ন পাশের হার রয়েছে করিমুনেছা ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসা।