রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন

সিলেটে আ.লীগ নেতা প্রদীপ রায়কে মারধর করে থানায় হস্তান্তর

  • প্রকাশের সময় : ০৯/০৭/২০২৫ ১১:৩৬:০৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
43

সিলেটের সুনামগঞ্জের এক আওয়ামী লীগ নেতাকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।সুনামগঞ্জের ওই নেতা প্রদীপ রায় দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।



বুধবার (৯ জুলাই) সিলেটের সুবিদবাজার এলাকার লন্ডনী রোডের ১৩৭ নম্বর বাসায় হানা দিয়ে তাকে বিএনপি কিছু নেতাকর্মী আটক করে মারধর করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এরপর সিলেট জালালাবাদ থানা পুলিশ তাকে উদ্ধার করে।


জালালাবাদ থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ‘স্থানীয় জনতা প্রদীপ রায়কে আটক করলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।’

তিনি আরও জানান, প্রদীপ রায়ের বিরুদ্ধে সিলেট ও সুনামগঞ্জে মোট ৭টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, দিরাই থানা পুলিশ প্রদীপ রায়কে নিজেদের হেফাজতে নেবে।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি