সিলেটে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় আয়োজিত দোয়া মাহফিল থেকে সাংবাদিকের মোবাইল চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (৭ জুলাই) দুপুরে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেকের উদ্যোগে নগরীর পাঠানটুলা এলাকার সানরাইজ কমিউনিটি সেন্টারে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ওই সাংবাদিকের নাম মোজাম্মেল হক। তিনি ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সিলেট অফিসের ক্যামেরাপার্সনের দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে মোজাম্মেল হক বলেন, পূর্বঘোষিত অনুষ্ঠানে দায়িত্ব পালন করতে গিয়ে সিলেট বিএনপির সভাস্থল থেকে আমার ব্যবহৃত ‘অনার’ ব্র্যান্ডের মোবাইল ফোনটি চুরি হয়ে যায়। কে-বা কারা এই কাজটি করেছে তা বলতে পারছি না। তবে বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করছি।