রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৮ পূর্বাহ্ন

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ৭ সহকারী প্রক্টর নিয়োগ

  • প্রকাশের সময় : ০৭/০৭/২০২৫ ০৮:২৩:৩৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
183

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সাতজন নতুন সহকারী প্রক্টর নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 


আজ সোমবার (৭ জুলাই) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


অফিস আদেশে বলা হয়,  ‘শাবিপ্রবির সহকারী প্রক্টর হিসেবে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিম্নোক্ত সাত জন শিক্ষককে নিয়োগ দেয়া হলো।’


নিয়োগ পাওয়া ৭ সহকারী প্রক্টর হলেন, ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রাশেদুজ্জামান ও প্রভাষক আফসানা বেগম, পিএমই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহম্মদ ওমর ফারুক, আর্কিটেকচার বিভাগের প্রভাষক ফারহা মুন, পরিসংখ্যান বিভাগের প্রভাষক মো. সাদেকিন ইসলাম, বিএমবি বিভাগের প্রভাষক যুবাইর ইবনে দ্বীন, প্রভাষক ও রসায়ন বিভাগের প্রভাষক মোহাম্মদ ইমরান হোসেইন।


তাঁরা বিধিমোতাবেক দায়িত্ব ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে এবং কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ নিয়োগ দেওয়া হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি